পদ্মা সেতু অঙ্কিত শাড়ি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান নেত্রকোণার কলি

|

পদ্মা সেতু অঙ্কিত শাড়ি।

পুঁতি-সুতাসহ হাতের কারিশমায় শাড়িতে ফুটিয়ে তোলা হয়েছে পদ্মা সেতু। সেই শাড়িতে আছে লাইটিংও। এক মাসের কঠোর চেষ্টায় শাড়িতে পদ্মা সেতু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন নেত্রকোণার মাস্টার্স পড়ুয়া শিক্ষার্থী ইসরাত কলি। বানানো হয়েছে পুঁতি দিয়ে গহনাও। সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদ উপহার দিতে চান কলি ও তার ৩ শিক্ষার্থী।

টিউশনির টাকা জমিয়ে প্রথমে বাজার থেকে একটি শাড়ি কেনেন নেত্রকোণার দুর্গাশ্রম গ্রামের ইসরাত কলি। তারপর শুরু হয় তার কঠোর সাধনা। একমাসের চেষ্টায় আসে সফলতা। শাড়ির উদ্যোক্তা ইসরাত কলি জানান, দৈনিক ১৪-১৫ ঘণ্টা কাজ করেছেন তিনি।

শুধু কলি একা নন; এই কাজে সহায়তা করেছে তার ৩ শিক্ষার্থী। শাড়িতে আছে লাইটিং এর ব্যবস্থাও। ইসরাত কলি জানান, তিনি আরও তৈরি করেছেন নেকলেস; তার সাথে ম্যাচিং দুই জোড়া চুরি। পুঁতি দিয়ে গহনাও বানিয়েছেন এই চারজন। ঈদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এগুলো উপহার হিসেবে দিতে চান কলি ও তার ৩ শিক্ষার্থী।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply