দেশে ফিরিয়ে নিতে রাশিয়ায় আটক বাস্কেটবল তারকার বাইডেনকে চিঠি

|

প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখে দেশে ফিরিয়ে নেয়ার আবেদন জানিয়েছেন রাশিয়ায় আটক মার্কিন নারী বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনার।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস। জানায়, গেল সোমবার প্রেসিডেন্টের হাতে পৌঁছায় গ্রিনারের চিঠি। এতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন তিনি। সারাজীবন রাশিয়ায় থাকতে হতে পারে বলেও শঙ্কা তার। দ্রুত দেশে ফিরিয়ে নিতেও অনুরোধ জানিয়েছেন প্রশাসনের প্রতি।

গ্রিনারকে আটক ইস্যুতে হোয়াইট হাউস বলছে, অন্যায়ভাবে তাকে গ্রেফতার করেছে পুতিন প্রশাসন। তাকে ফিরিয়ে নিয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়া হবে বলেও জানানো হয়। গত ফেব্রুয়ারিতে গাঁজার তেল থাকার অভিযোগ এনে সেরেমেতিভো বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তার বিচারকাজ চলছে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে।

হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারিন জ্যঁ পিয়েরে বলেন, ব্রিটনি গ্রিনারের চিঠি পড়েছেন প্রেসিডেন্ট। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছেন। আমরা বিশ্বাস করি, মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে গ্রিনারকে। তাকে ফিরিয়ে আনতে সম্ভাব্য সবকিছু করবে হোয়াইট হাউস। অন্য বন্দীদের মতো তাকেও নিরাপদে দেশে ফিরিয়ে আনা হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply