দর্শকদের দিকে ফ্লেয়ার ছুঁড়ে মারায় এভারটন থেকে টটেনহ্যামে যোগ দেয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসনকে এক ম্যাচ নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। খবর দ্য সানের।
এই নিষেধাজ্ঞার ফলে নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে পারবে না এই ফরোয়ার্ড। সেই সঙ্গে ২৫ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে রিচার্লিসনকে।
গত মৌসুমের ৩৭তম রাউন্ডে চেলসির বিপক্ষে গোল করার পর দর্শকদের ছোঁড়া ফ্লেয়ার নিয়ে উদযাপন করেন এই ব্রাজিলিয়ান। এরপর ফ্লেয়ার ছুঁড়ে মারেন গ্যালারিতে। ওই ঘটনায় ২৫ বছর বয়সী এই ফুটবলারকে এক ম্যাচ নিষিদ্ধ করলো এফএ। এভারটন ছেড়ে গত সপ্তাহে ৬০ মিলিয়ন ইউরোতে টটেনহ্যামে নাম লেখালেও শাস্তি পেতেই হবে রিচার্লিসনকে।
আরও পড়ুন: মেসি-নেইমারদের নতুন কোচ ক্রিস্টোফে গালতিয়ের
/এম ই
Leave a reply