রাজবাড়ী প্রতিনিধি:
পবিত্র ঈদ উল আজহার বাকি আর মাত্র ৩ দিন। এরই মধ্যে প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী। ফলে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের চাপ বাড়ছে।
বুধবার (৬ জুলাই) সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসা প্রতিটি ফেরি ও লঞ্চে ঘরমুখো মানুষদের আসতে দেখা যায়।
এ সময় ফেরিতে যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি অধিক সংখ্যক মোটরসাইকেল আসছে। প্রায় প্রতিটি মোটরসাইকেলে ঝুঁকি নিয়ে নারী ও শিশুসহ মালামাল বহন করছে মোটরসাইকেল চালকরা। এছাড়া সময় যত বাড়বে ততই ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বাড়বে দৌলতদিয়া। তবে দৌলতদিয়া প্রান্তে এসে যাত্রীরা ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে গন্তব্যে যাচ্ছেন।
এদিকে দৌলতদিয়া প্রান্তের সড়কে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে নেই কোনো যানবাহন। তারপরও অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী ও পশুবাহী যানবাহন পারাপার করা হচ্ছে। তবে স্রোতের কারণে ব্যাহত হচ্ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল। বর্তমানে এ রুটে ছোট বড় ১৮টি ফেরি চলাচল করছে। ভোগান্তি ছাড়া নিরাপদে দৌলতদিয়া প্রান্তে আসতে পেরে খুশি যাত্রীরা।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৭৩০টি যানবাহন দৌলতদিয়া ঘাট ব্যবহার করে নদী পার হয়েছে। এর মধ্যে বাস ১১০টি, ট্রাক ৪০০টি ও ছোট গাড়ি ২২০টি।
ইউএইচ/
Leave a reply