ঈদ যাত্রায় সড়কে তীব্র যানজটে নাকাল সাধারণ মানুষ। গাড়ির ধীরগতি আর প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠেছে তাদের।
বুধবার (৬ জুলাই) সকাল থেকে তীব্র যানজট দেখা দেয় আব্দুল্লাপুর-আশুলিয়া বাইপাস সড়কে। এ সময় ভোগান্তিতে পড়েন ঈদে ঘরে ফেরা মানুষ। এদিন সকালে বৃষ্টি হওয়ায় আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে অসংখ্য খানাখন্দে জলাবদ্ধতায় ধীরগতিতে চলে যানবাহন। টঙ্গী-আব্দুল্লাহপুরের এই যানজটের প্রভাব পড়ে রাজধানীতেও। এয়ারপোর্ট হয়ে কুড়িল-বানানী-মহাখালী সড়কেও দেখা দেয় যানজট। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী সাধারণ মানুষ। ঘণ্টাখানেকর রাস্তায় কেউ কেউ বসে আছেন ৪ থেকে ৫ ঘণ্টা। অধিকাংশ গাড়ির চালক ও যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন।
/এমএন
Leave a reply