সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:
নাটোরের সিংড়ায় ট্রাক্টরের চাপায় আব্দুর রহমান নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত আব্দুর রহমান উপজেলার সোনাপুর জামাল মোড় এলাকার খবির উদ্দিনের ছেলে। সে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
বুধবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাপুর জামাল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, একটি ট্রাক্টর শিশু আব্দুর রহমানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ঘটনার পরই স্থানীয়রা ট্রাক্টর চালককে আটক করেছে বলে জানান তিনি।
এ নিয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী জানান, দুর্ঘটনায় একটি শিশু নিহতের খবর পেয়েছেন। তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বলেও জানান।
এসজেড/
Leave a reply