দুই টেস্টের পর ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি ফরম্যাটেও একটি ম্যাচ হেরেছে সফরকারী দল। ডমিনিকায় বৃষ্টিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের কাছে ৩৫ রানে হেরেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। গায়ানায় আজ রাত সাড়ে ১১টায় ক্যারিবিয়ানদের আতিথ্য নেবে বাংলাদেশ।
১-০ তে পিছিয়ে থাকলেও টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর স্বপ্নটা এখনও দেখছে টাইগাররা। মাহমুদুল্লাহ রিয়াদের দলকে আত্মবিশ্বাস যোগাচ্ছে গায়ানার উইকেট। এই ভেন্যুর পিচ প্রথাগতভাবে অনেকটাই স্পিন সহায়ক। যার ফায়দা নিয়ে গায়ানাতে তিন ওয়ানডে খেলে দুটি ম্যাচ জয়ের কীর্তি আছে বাংলাদেশের।
এবারও গায়ানায় একই রকম উইকেট দেখছেন রিয়াদ। তাই এর সুবিধা নেয়ার কথা বলছেন তিনি। উইকেটের ফায়দা নিতে এক পেসারের জায়গায় আবারও একাদশে ফিরতে পারেন টাইগার স্পিনার নাসুম আহমেদ। গায়ানাতেও বৃষ্টি বাগড়া দিতে পারে, তাই ম্যাচ পণ্ড হওয়ারও শঙ্কা আছে।
ইউএইচ/
Leave a reply