অন্য কোনো দেশে হামলা চালাতে আর আফগানিস্তানের মাটি ব্যবহার করতে দেয়া হবে না বলে জানিয়েছেন তালেবান সর্বোচ্চ নেতা হেবাতুল্লাহ আখুন্দাজা। বুধবার (৬ জুলাই) ঈদ-উল আজহাকে সামনে রেখে এক বার্তায় তিনি এ কথা বলেন। খবর এনডিটিভির।
আখুন্দাজা বলেন, কাবুল আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ভালো সম্পর্ক চায়। কিন্তু একই সাথে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতেও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পারস্পরিক বোঝাপড়ার মধ্যমে আমরা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সকল দেশের সাথে কূটনৈতিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক চাই।
এর আগে, গেল মাসে ভারতে আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজে বলেছিলেন, তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তান জুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে।
এটিএম/
Leave a reply