সুইডেনের গোটল্যান্ড দ্বীপে দেশটির শীর্ষ রাজনীতিবিদদের সমাবেশে ছুরিকাঘাতে ৬০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। বুধবার (৬ জুলাই) এমন তথ্য জানিয়েছে সুইডিশ পুলিশ। খবর এএফপির।
পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ২টার দিকে গোটল্যান্ড দ্বীপে দেশটির রাজনৈতিক দলগুলোর সমাবেশ চলাকালে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে এক নারীকে আক্রমণ করে। পুলিশ আরও জানায়, ভুক্তভোগী নারীকে ঘটনাস্থলে জরুরি চিকিৎসা দেয়া হয় এবং পরে হাসপাতালে প্রেরণ করা হয়।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনাস্থল থেকে ৩৩ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে এবং বর্তমানে অভিযুক্ত ব্যক্তি কারাগারে রয়েছে। তবে হত্যার পেছনে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল নাকি রাজনৈতিক উদ্দেশ্য তা জানাতে রাজি হয়নি পুলিশ।
এটিএম/
Leave a reply