রাত ১০টার মধ্যে পশুর বর্জ্য অপসারণের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

|

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ফাইল ছবি।

অল্প সময়ে কোরবানি করা পশুর বর্জ্য সরানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে সচিবালয়ে জাইকার আবাসিক প্রতিনিধি ইয়ো হায়াকাওয়ার সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে সিটি করপোরেশনের কর্মী ও স্বেচ্ছাসেবকদের বর্জ্য অপসারণ করার নির্দেশ দেয়া হয়েছে। পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করতে হবে।

চট্টগ্রামে সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট এবং মাতারবাড়িতেও জাইকা একটি প্রকল্পে সহায়তা করছে বলে এ সময় উল্লেখ করেন তাজুল ইসলাম।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply