অল্প সময়ে কোরবানি করা পশুর বর্জ্য সরানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে সচিবালয়ে জাইকার আবাসিক প্রতিনিধি ইয়ো হায়াকাওয়ার সাথে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে সিটি করপোরেশনের কর্মী ও স্বেচ্ছাসেবকদের বর্জ্য অপসারণ করার নির্দেশ দেয়া হয়েছে। পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করতে হবে।
চট্টগ্রামে সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট এবং মাতারবাড়িতেও জাইকা একটি প্রকল্পে সহায়তা করছে বলে এ সময় উল্লেখ করেন তাজুল ইসলাম।
/এমএন
Leave a reply