ভারতের ইতিহাসে প্রথমবারের মতো ক্ষমতাসীন দলে নেই কোনো মুসলিম এমপি

|

ভারতের ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন দলে একজনও মুসলিম আইনপ্রণেতা নেই। রাজ্যসভার সদস্য মুক্তার আব্বাস নাকভির পদত্যাগের মধ্য দিয়ে আর কোনো মুসলিম এমপি রইলো না বিজেপিতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর জানাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় একমাত্র মুসলিম ছিলেন ৬৪ বছর বয়সী মুক্তার আব্বাস। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন নাকভি। এ পদে তার মেয়াদ শেষ হচ্ছে আজ। গতকাল বুধবারই (৬ জুলাই) পদত্যাগপত্র জমা দেন তিনি।

ভারতের পার্লামেন্টে বিজেপির এমপি রয়েছেন প্রায় ৪শ জন। নিম্নকক্ষে সরাসরি ভোটে নির্বাচিত এমপি ৩০১ জন। যাদের মধ্যে কোনো মুসলিম সদস্য নেই। নাকিবের বিদায়ের পর সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন অভিনেত্রী থেকে রাজনীতিতে আসা স্মৃতি ইরানি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply