অস্টেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে শ্রীলঙ্কা শিবিরে দুঃসংবাদ

|

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে দুঃসংবাদ পেলো শ্রীলঙ্কা। লঙ্কান স্কোয়াডে থাকা আরও তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত হলেন। ফলে শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন ধনঞ্জয় ডি সিলভা, আসিথা ফার্নান্দো ও জেফরি ভ্যান্ডারসে।

নতুন আক্রান্তের খবরে এখন পর্যন্ত লঙ্কান দলে ৫ ক্রিকেটার করোনাক্রান্ত। দেশটির ক্রিকেট বোর্ড জানায়, তিনজন আগে থেকে অসুস্থ বোধ করায় পুরো দলের নমুনা পরীক্ষা করানো হয়। স্কোয়াডের বাকি সদস্যরা নেগেটিভ হলেও পজেটিভ হন ধনঞ্জয়, আসিথা ও জেফরি।

গলে প্রথম টেস্টের তৃতীয় দিনে করোনা আক্রান্ত হয়ে মাঠ ছেড়েছিলেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। তারপর আক্রান্ত হন বাহাতি স্পিনার প্রবীণ জয়াবিক্রামা। তবে, আইসোলেশন শেষ হওয়ায় দ্বিতীয় টেস্টে ম্যাথুসকে দলে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভারতের অধিনায়ক ধাওয়ান, নেই কোহলি-রোহিত

শুক্রবার (৮ জুলাই) থেকে শুরু হবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এর আগে গত ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল প্রথম ম্যাচ। যেখানে ঘরের মাঠে দশ উইকেটের হার দেখে লঙ্কানরা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply