কৃষি জমিতে সৌরবিদ্যুৎকেন্দ্রের প্রকল্প, বিষের বোতল হাতে বিক্ষোভ কৃষকদের

|

বিষের বোতল হাতে ও মাথায় কাফনের কাপড় দিয়ে কৃষকদের বিক্ষোভ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

ফসলী জমি রক্ষার এক দফা দাবিতে হাতে বিষের বোতল এবং মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছে চুয়াডাঙ্গার কৃষ্ণপুর গ্রামের কৃষকরা। কৃষি জমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের বিরুদ্ধেই এই বিক্ষোভ করেন তারা। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর দেড়টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়। সেখানে কৃষকরা তাদের বক্তব্যে বলেন, কৃষ্ণপুর গ্রামের কৃষি জমির পরিমাণ প্রায় ৩৬০ একর। যার বেশির ভাগই তিন ফসলী। এর মধ্যে ১৮০ একর জমিতে সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে সিঙ্গাপুর ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ‘সাইক্লেক্ট এনার্জি পিটিই লিমিটেড’। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি জোর করে গ্রামের মাঠে সাইনবোর্ড স্থাপন করেছে বলে দাবি করেন বক্তারা। তাই কৃষি জমি রক্ষার একদফা দাবি তাদের।

কৃষকদের স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক বলেন, তিন ফসলী জমিতে কোনো স্থাপনা করার সুযোগ নেই। তদন্ত করে এর সত্যতা পেলে এ প্রকল্প বন্ধের সুপারিশ করা হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply