বিদ্যুৎ সাশ্রয়ে আলােকসজ্জা না করতে নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (৭ জুলাই) উপসচিব মােহাম্মদ সাইফুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সারা দেশে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি সেন্টার, শপিংমল, দোকানপাট, অফিস ও বাসাবাড়িতে আলােকসজ্জা না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলাে।
এর আগে, প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, সেপ্টেম্বরের আগে বিদ্যুৎ সংকট কমছে না। অফিসে ২৫ ডিগ্রির নিচে এসি চালানো যাবে না। বিয়েসহ সব অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে। ওয়ার্ক ফর্ম হোমেরও চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বর্তমান পরিস্থিতিকে যুদ্ধ উল্লেখ করে তিনি বলেন, এই যুদ্ধ মোকাবেলায় সকলকে এগিয়ে আসতে হবে।
/এনএএস
Leave a reply