রোনালদোকে বায়ার্নে না নেয়ার কারণ হিসেবে যা বললেন অলিভার কান

|

ছবি: সংগৃহীত

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের দরজা বন্ধ হয়ে গেছে পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে। জার্মান ক্লাবটির দর্শনের সাথে রোনালদো মানিয়ে নিতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির প্রধান কার্যনির্বাহী অলিভার কান।

জার্মানির বিশ্বসেরা গোলরক্ষক কান বলেন, আমার মতে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার রোনালদো। তবে তাকে দলে ভেড়ানোটা মোটেও আমাদের দর্শনের সঙ্গে খাপ খায় না। এখানকার দর্শনের সাথেও সে মানিয়ে নিতে পারবে না।

বেশ কিছুদিন ধরেই রোনালদোর বর্তমান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার গুঞ্জন চলছে। তবে পরবর্তী গন্তব্য কোন ক্লাব হবে সেটি নিয়েই ছিল যত আলোচনা। চেলসির নাম এসেছিল। তবে জোরেশোরেই শোনা যাচ্ছিল বায়ার্ন মিউনিখের নাম। এবার সেই আশার সম্ভাবনাটাও হয়ে গেল শেষ। সূত্র: ইএসপিএন।

আরও পড়ুন: ‘ইংলিশ লিগের শীর্ষ ৬ ক্লাবের কেউই তাদের দলে মেসিকে নিবে না’

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply