অনেক নাটকীয়তার পর অবশেষে দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগ থেকে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র পেয়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। এতে দক্ষিণ আফ্রিকার বিমান ধরতে আর কোনো বাধা থাকল না। আজ রাত সোয়া ১টায় দক্ষিণ আফ্রিকার উদ্দেশে উড়াল দেবেন রুবেল।
এদিকে রুবেলের জন্য অপেক্ষা না করে বিকল্প হিসেবে মো. সাইফুদ্দিন অথবা কামরুল ইসলাম রাব্বির মধ্যে যে কোনো একজনকে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল কর্তৃপক্ষ।
দুপুরে সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে বিসিবির সভাপতি বলেছিলেন, শেষ পর্যন্ত রুবেল দক্ষিণ আফ্রিকায় যেতে না পারলে তার পরিবর্তে মো. সাইফুদ্দিন অথবা কামরুল ইসলাম রাব্বির মধ্যে যে কোনো একজন সেখানে অবস্থান করা দলের সাথে যোগ দেবে।
দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশনে ‘রুবেল হোসেন’ নামের এক বাংলাদেশি কালো তালিকাভুক্ত থাকায় দক্ষিণ আফ্রিকা যাওয়া আটকে গিয়েছিল রুবেল হোসেনের। অবশেষে সমস্যার সমাধান হওয়ায় রাতেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবেন রুবেল হোসেন।
যমুনা অনলাইন/এফকে
Leave a reply