নাটোরের লালপুরে ছেলেকে হত্যার ঘটনায় বাবা গ্রেফতার

|

গ্রেফতারকৃত আজিজুর রহমান।

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের লালপুরে ছেলে আব্দুল হাকিমকে হত্যার ঘটনায় বাবা আজিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ৬৫ বছর বয়সী আজিজুর উপজেলার বড়ময়না গ্রামের মৃত খাদেম মন্ডলের
ছেলে।

বৃহস্পতিবার (৭ জুলাই) রাত তিনটার দিকে উপজেলার ওয়ালিয়া পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জমান জানান, বৃহস্পতিবার বিকাল চারটার দিকে বড়ময়না গ্রামে জমি লিজ নিয়ে বাবা আজিজুর রহমানের সাথে তার বড় ছেলে আব্দুল হাকিমের কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে আজিজুর তার ছেলে হাকিমকে ধারালো হাঁসুয়া দিয়ে গলায় কোপ দেয়। এতে হাকিম মাটিতে লুটিয়ে পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনার নিহত হাকিমের স্ত্রী রিমা খাতুন বাদী হয়ে আজিজুর রহমানকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাঁসুয়াসহ আজিজুরকে গ্রেফতার করে। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহটি সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে। শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত আজিজুরকে আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply