ঈদ উপলক্ষ্যে ৭ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

|

আখাউড়া প্রতিনিধি:

পবিত্র ঈদুল আযহা ও সাপ্তাহিক ছুটির কারণে আগামীকাল শনিবার (৯ জুলাই) থেকে বৃহস্পতিবার (১৪ জুলাই) পর্যন্ত টানা ৬দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।

১৫ জুলাই, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৬ জুলাই শনিবার থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম আবার শুরু হবে। তবে এসময় আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও কাস্টমসের দাপতরিক সব কার্যক্রম স্বাভাবিক থাকার পাশাপাশি আন্তজার্তিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্ত পথে পাসপোর্টধারী যাত্রী এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানিয়েছেন, দুদেশের ব্যবসায়ীদের আলোচনার প্রেক্ষিতে আগামীকাল শনিবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আখাউড়া-আগরতলা বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

/এডিব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply