সরকারের অদূরদর্শী সিদ্ধান্তে দেশের মানুষ অন্ধকারে নিমজ্জিত: টুকু

|

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ফাইল ছবি।

আওয়ামী লীগ সরকারের অদূরদর্শী সিদ্ধান্তে বিদ্যুৎ সংকটে দেশের মানুষ অন্ধকারে নিমজ্জিত। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (৮ জুলাই) বিকেলে গুলশানে বিএনপির জাতীয় ত্রাণ কমিটির অনুদান সংগ্রহ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগের সৎ সাহস নেই বলেই তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। দেশের মানুষ এই অবৈধ সরকারের শাসনে অতিষ্ঠ হয়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। টুকু বলেন, দেশকে শ্রীলঙ্কার মতো দেউলিয়া করতে যা যা করা দরকার তার সবই শেখ হাসিনা করছে।

অনুষ্ঠানে বিএনপির ঢাকা উত্তর সিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, পদ্মা সেতুর উদ্বোধনে সরকার দেশজুড়ে আলোকসজ্জার নামে বিদ্যুতের অপচয় করেছে। অথচ এখন জনগণকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানাচ্ছেন, যা হাস্যকর।

আরও পড়ুন: বিদ্যুৎ উৎপাদনের নামে দুর্নীতি করেছে সরকার: রিজভী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply