ম্যানইউর প্রাক-মৌসুম সফরে নেই রোনালদো

|

ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম সফরে যাচ্ছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। খবরটি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

থাইল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে প্রাক-মৌসুম সফরে কোচ এরিক টেন হাগের অধীনে যাচ্ছেন ম্যানইউর ৩১ সদস্যের স্কোয়াড। পারিবারিক কারণে সেই সফরে পর্তুগীজ সুপারস্টার রোনালদো যাচ্ছেন না বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

এর আগে, গ্রীষ্মের এই দলবদলেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান বলে জানিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানইউ যদি ভালো কোনো প্রস্তাব পায়, তাহলে যেন তাকে ছেড়ে দেয়া হয়; ক্লাবের কাছে এমন ইচ্ছের কথা সিআরসেভেন প্রকাশ করেছেন বলে দাবি করে বিবিসি, স্কাই স্পোর্টস’সহ বেশ কিছু ইংলিশ গণমাধ্যম।

ক্যারিয়ারের শেষ বেলায় এখন ৩৭ বছর বয়সী ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। আগেই জানিয়েছেন, সর্বোচ্চ পর্যায় থেকেই ক্যারিয়ারের ইতি টানতে চান এই পর্তুগীজ কিংবদন্তি। তাই, আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার সুযোগ হাতছাড়া করতে চান না সিআরসেভেন। তাছাড়া ২০২১-২২ ছিল ম্যান ইউয়ের শিরোপাহীন টানা ৫ম মৌসুম। রোনালদো নিজেও হয়তো বুঝে গেছেন, ক্লাবের পক্ষে দলবদলের এই উইন্ডোতে উল্লেখযোগ্য মাত্রার উন্নতি করা সম্ভব নয়। এই গ্রীষ্মেই ১৩ জন খেলোয়াড় ক্লাব ছেড়ে গেছেন, কিন্তু আসেননি কেউই।

আরও পড়ুন: ম্যান ইউ ছাড়তে চান রোনালদো!

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply