শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাসভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। শনিবার (৯ জুলাই) রাতে তার কলম্বোর বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হাজারো বিক্ষোভকারী একযোগে হামলা চালায় এ নেতার বাড়িতে। এক পর্যায়ে বাড়িটিতে আগুন লাগিয়ে দেয় তারা। ভাঙচুর করেন সেখানে থাকা কয়েকটি গাড়ি। সে সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
খবরে আরও বলা হয়, সহিংসতা চলাকালে প্রধানমন্ত্রী কোথায় অবস্থান করছিলেন সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। পরিবারের সাথে রনিল বিক্রমাসিংহে ব্যক্তিগত বাড়িটিতে বাস করেন।
এর আগে শনিবার রনিল বিক্রমাসিংহে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছিলেন। তার কয়েক ঘণ্টা পরেই তার ব্যক্তিগত বাসভবনে আগুন দিলো বিক্ষোভকারীরা।
ইউএইচ/
Leave a reply