পদত্যাগ না করা পর্যন্ত দখলেই থাকবে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর বাসভবন ও অফিস

|

ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করা পর্যন্ত; প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাসভবন ও অফিস দখলে রাখবেন বিক্ষোভকারীরা। রোববার (১০ জুলাই) আন্দলনকারীরাই দিলেন এমন আলটিমেটাম। খবর রয়টার্সের।

শ্রীলঙ্কার স্পিকার জানিয়েছেন, আগামী বুধবার নাগাদ ক্ষমতা ছাড়তে পারেন গোতাবায়া রাজাপাকসে। তার আগেই, রাজধানীর প্রেসিডেন্ট প্যালেস নিয়ন্ত্রণে নিয়েছেন বিক্ষোভকারীরা। সোফায়-বিছানায় শুয়ে সেলফি তোলা বা সুইমিং পুলে সাঁতার কাটার দৃশ্য রীতিমতো ভাইরাল।

তবে, মাত্র দু’মাস আগে বাধ্য হয়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করা রনিল বিক্রমাসিংহে রয়েছেন চাপে। তার, কলম্বোর বাড়িতেও অগ্নিসংযোগ করেছেন ক্ষুব্ধ লংকানরা।

পরিস্থিতি মোকাবেলায়, জরুরি বৈঠক করেছেন দেশটির বিরোধী দলীয় নেতারা। ক্ষমতাসীন পিপিপি’র দলত্যাগী নেতা বিমল বীরাসেনা জানিয়েছেন, সঙ্কট নিরসনে ঐক্যমতের অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। যেখানে, নিশ্চিত করা হবে দল-মত নির্বিশেষে সবার অংশগ্রহণ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply