শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুলাই

|

ছবি: সংগৃহীত

আগামী ২০ জুলাই শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সংসদ সদস্যরা সংসদে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন। ১৫ জুলাই দেশটির সংসদ অধিবেশন বসবে। খবর ইন্ডিয়া টাইমসের।

সোমবার (১১ জুলাই) এমন তথ্য জানিয়েছেন সংসদের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওয়ারদেনা। প্রেসিডেন্ট গোতবায়া রাজাপাকসে বুধবার ক্ষমতা ছেড়ে দেবেন বলে ঘোষণা দেন। এরপরই নতুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করলেন স্পিকার।

এক বিবৃতিতে তিনি বলেন, ১৯ জুলাই প্রেসিডেন্ট পদের নমিনেশনগুলো সংসদে উত্থাপন করা হবে। ২০ জুলাই সংসদ নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করবে। আজ রাজনৈতিক দলের নেতাদের বৈঠকে সবাই সিদ্ধান্ত নেয় দেশকে এগিয়ে নিতে একটি সর্বদলীয় সরকার গঠন করা অত্যন্ত জরুরি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply