শিডিউল পরিবর্তন করে টোকিওতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, আবেকে নিয়ে দিলেন আবেগঘন বার্তা

|

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় জি-টোয়েন্টি সম্মেলন আর থাইল্যান্ড সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের। তবে, শিডিউল পরিবর্তন করে যাত্রাবিরতি দেন টোকিওতে। শোক ও সমবেদনা জানান শিনজো আবের মৃত্যুতে। প্রেসিডেন্ট বাইডেনের তরফ থেকে আবে পরিবারকে লেখা শোকবার্তা পৌঁছে দেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কাছে।

ব্লিংকেন বলেন, প্রেসিডেন্ট বাইডেন এখানে আসার জন্য বলেছেন আমাকে। যাতে মার্কিন প্রেসিডেন্ট ও জনগণের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে সমবেদনা জানাতে পারি। কূটনৈতিক সুসম্পর্কের বাইরেও জাপান আমাদের প্রকৃত বন্ধু। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময় দু’দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছেন শিনজো আবে।

শিনজো আবে হত্যাকাণ্ডে শোক ও সমবেদনা জানিয়েছেন টোকিও সফররত জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবোক।জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, খুব কঠিন একটি সময়ে জাপান এসেছি। আমি জার্মান সরকারের পক্ষ থেকে জাপানের জনণের প্রতি সমবেদনা জানাতে চাই। বার্লিন-টোকিও সম্পর্ক খুব মূল্যবান। বরাবরই জাপান আমাদের বিশ্বস্ত অংশীদার। তাই শিনজো আবের মৃত্যুতে তাদের সাথে আমরাও শোকাহত।

সিডনির অপেরা হাউজে জাপানের পতাকার আদলে আলোকসজ্জা করা হয়েছে। হত্যাকাণ্ডের শিকার বন্ধুরাষ্ট্র জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি শ্রদ্ধা জানাতে অস্ট্রেলিয় সরকারের এমন উদ্যোগ। তাইওয়ানের তাইপে’তে জাপান দূতাবাসে শিনজো আবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। সূত্র: দ্য গার্ডিয়ান।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply