বঙ্গবন্ধুকে কটূক্তির মামলায় মাহমুদুর রহমানের জামিন

|

গাইবান্ধা প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তির অভিযোগে গাইবান্ধায় দায়ের হওয়া মামলায় অন্তর্বতীকালীন জামিন পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

মঙলবার (২৯ মে) সকাল সোয়া ১১টার দিকে গাইবান্ধা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রমেশ কুমার ডাগা শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

এরআগে, মাহমুদুর রহমান স্ব-শরীরে আদালতে হাজির হয়ে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী মঞ্জুর মোর্শেদ বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, মাহমুদুর রহমান আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে আদালতের বিচারক রমেশ কুমার ডাগা আগামী ১১ জুলাই পর্যন্ত অন্তর্বতীকালীন জামিন মঞ্জুর করেন।

জামিন পেয়ে আদালত চত্বরে মাহমুদুর রহমান সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘ভীন্নমত দমন করতেই সরকার এই মামলা করেছে। এই মামলা একটি বেআইনি মামলা। বাংলাদেশের আইনে এই রকম মামলার কোন সুযোগ নেই’।

প্রসঙ্গত : গাইবান্ধা জেলা যুবলীগের সভাপতি সরদার শাহিদ হাসান লোটন গত বছরের ডিসেম্বরে মাহমুদুর রহমানের বিরুদ্ধে গাইবান্ধার আদালতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তির অভিযোগে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply