দু’দিনের চেষ্টায় উদ্ধার চিলিতে বরফের নিচে আটকা পড়া আড়াইশ গাড়ি

|

প্রায় দু’দিন অভিযানের পর উদ্ধার হলো চিলির মধ্যাঞ্চলীয় পাহাড়ী এলাকায় বরফের নিচে আটকা পড়া আড়াইশ গাড়ি। ভারী তুষারপাত অব্যাহত থাকায় বন্ধ করে দেয়া হয়েছে আর্জেন্টিনা-চিলি সংযোগকারী সড়ক।

তীব্র তুষারঝড়ে ওই অঞ্চলের পাহাড়ি ঢালে আটকা পড়েছিল গাড়িগুলো। সেনাবাহিনীর তৎপরতায় দ্রুত উদ্ধার করা হয় চালক ও যাত্রীসহ তিন শতাধিক মানুষকে। তবে বরফের নিচে চাপা পড়া গাড়িগুলো উদ্ধারে লেগে যায় প্রায় দু’দিন। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গত কয়েকদিন ধরেই ভারী তুষারপাত হচ্ছে চিলির মধ্যাঞ্চলে। স্থবির হয়ে পড়েছে জনজীবন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply