চালের দামকে স্থিতিশীল বলছেন খাদ্যমন্ত্রী

|

চালের দাম স্থিতিশীল রয়েছে। যুদ্ধ, মহামারিসহ নানা সমস্যা থাকলেও দেশে খাদ্য সংকট হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তাছাড়া বেসরকারিভাবেও চাল আমদানি হচ্ছে বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, আমরা চালের দাম নিয়ে কাজ করছি, মনিটরিংও আছে।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। এসময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ নানা সংকটে মানুষ কতটা খুশিমনে ঈদ করেছে, এমন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, সংকট থাকলেও আনন্দের কমতি ছিল না। গ্রাম এলাকায় কোরবানি আরও বেশি হয়েছে বলে মন্তব্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের। মন্ত্রী বলেন, গ্রামের মানুষ ভালোভাবে ঈদ করেছে। ঈদের যে আনন্দ সংকটের মাঝে মানুষ তা উপভোগ করে।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের তো একটা প্ল্যান থাকবেই। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দেশের মাটি উর্বর। বঙ্গবন্ধু বলেছিলেন মানুষ আর মাটি থাকলেই আমরা দেশ গড়তে পারবো। আমাদের দেশে তিনবার ফসল উৎপাদন হয়, সেই দেশে খাদ্যের অভাব হবে সেটা আমরা মনে করি না। কারণ কৃষকরা আমাদের প্রাণ, তারা যেভাবে উৎপাদন করছে আমরা আশা করি খাদ্যের সংকট হবে না।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply