সিরিয়ার আইএস প্রধান মার্কিন ড্রোন হামলায় নিহত: পেন্টাগন

|

ছবি: সংগৃহীত

সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নেতা মাহের আল-আগাল মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

মঙ্গলবার (১২ জুলাই) পেন্টাগন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ডেভ ইস্টবার্ন এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিরিয়ার জিন্দারিসের কাছে একটি জায়গায় মোটরসাইকেল চালানোর সময় নিহত হয় আল-আগাল। এ ঘটনায় তার একজন শীর্ষ সহযোগী গুরুতর আহত হয়।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও ড্রোন হামলায় আগালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে সিরিয়ার সিভিল ডিফেন্স ফোর্স জানিয়েছে, আলেপ্পোর বাইরে একটি মোটরসাইকেলে চালানো হামলায় একজন নিহত এবং অন্যজন আহত হয়েছে। যদিও নিহতদের পরিচয় জানা যায়নি বলে উল্লেখ করেছে তারা।

এই হামলাটি করা হয়েছে ইসলামিক স্টেট নেতা আবু ইব্রাহিম আল-কুরাশির মৃত্যুর পাঁচ মাস পরে। যিনি উত্তর সিরিয়ার আতমে শহরে রাতের একটি মার্কিন অভিযানে মারা যান। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ধরা এড়াতে বোমা বিস্ফোরণে কুরাশি মারা যান। সূত্র: এনডিটিভি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply