ফের বিতর্কে ওজিল, তুর্কি ক্লাব ফেনারবাচের সাথে চুক্তি বাতিল

|

ছবি: সংগৃহীত

মেসুত ওজিলের সাথে চুক্তি বাতিল করেছে টার্কিশ ক্লাব ফেনারবাচে। ধারণা করা হচ্ছে, কোচের সাথে বিবাদে জড়ানোয় এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিতর্ক যেন পিছু ছাড়ছে না মেসুত অজিলের। প্রচণ্ড সামালোচনা করে আর্সেনাল ও জাতীয় দল জার্মানির অধ্যায় শেষ করেছিলেন এই আক্রমণাত্মক মিডফিল্ডার। এরপর ওজিল যোগ দেন শৈশবের প্রিয় ক্লাব ফেনারবাচেতে। কিন্তু এখানেও বিতর্ক এড়াতে পারেননি তিনি। কোচের সঙ্গে বাকবিতণ্ডার জেরে গত মার্চ থেকে একাদশে সুযোগ পাননি ওজিল। সেই জেরে মাত্র ১৮ মাসেই শেষ হলো তার ফেনারবাচে অধ্যায়। মেয়াদ থাকলেও তার সঙ্গে চুক্তিটাই বাতিল করে দিয়েছে ক্লাব।

আরও পড়ুন: ১৩ জুলাই: টিভিতে আজকের খেলা সূচি

চুক্তি বাতিলের পর এবার ওজিল ফুটবলকেই চিরতরে বিদায় জানাবেন বলে গুঞ্জন আছে। তার এজেন্ট আগেই জানিয়েছেন, ফুটবল ছেড়ে পেশাদার ভিডিও গেমার হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তুর্কি বংশোদ্ভূত এই জার্মান। সূত্র: ডেইলি মেইল।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply