হাইতিতে চরম দুর্ভিক্ষে ভুগছেন ১৩ লাখ মানুষ

|

ছবি: সংগৃহীত

ক্যারিবীয় দেশ হাইতিতে ১৩ লাখ মানুষ রয়েছেন চরম দুর্ভিক্ষে। মঙ্গলবার (১২ জুলাই) হাইতির দুর্ভিক্ষ নিয়ে এ তথ্য প্রকাশ করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি- ডব্লিউএফপি।

হাইতিতে নিযুক্ত ডব্লিউএফপি এর কান্ট্রি ডিরেক্টর জ্যঁ মার্টিন ব্যুয়োরের তথ্যমতে, দেশটিতে এখন ১৩ লাখের ওপর মানুষ রয়েছেন চরম খাদ্য সঙ্কটে। করোনা মহামারি, খরা-দুর্যোগ, জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বৃদ্ধিসহ নানামুখী সমস্যায় জর্জরিত দেশটি। তার ওপর, সাম্প্রতিক রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে দেয়ালে পিঠ একদমই ঠেকে গেছে, হাইতির। এ অবস্থায়, জাতিসংঘের কাছে জরুরি ভিত্তিতে আরও সহযোগিতা চেয়েছে, ডব্লিউএফপি।

ডব্লিউএফপি এর কান্ট্রি ডিরেক্টর জ্যঁ মার্টিন ব্যুয়োরে বলেন, হাইতিতে ১৩ লাখ মানুষ চরম খাদ্য সঙ্কটে রয়েছেন। যাকে দুর্ভিক্ষ হিসেবে আখ্যা দেই আমরা। জাতিসংঘ এখনই সাহায্যের হাত বাড়িয়ে না দিলে অসংখ্য মানুষের মৃত্যু অবধারিত। এই মুহুর্তে ১০ লাখ মানুষের জরুরি ভিত্তিতে প্রয়োজন খাদ্য সহায়তা। তাদের নিরাপত্তা নিয়েও আমরা উদ্বিগ্ন।

তাদের দাবি, দ্রুত খাদ্য সহায়তা না পেলে মারা যেতে পারেন বহু মানুষ। দেশটির বন্দর ও বাজার নিয়ন্ত্রণকারী সক্রিয় চরমপন্থি দলগুলোর কারণেই তৃণমূল পর্যন্ত ত্রাণ পৌঁছানো যায় না বলে অভিযোগ ডব্লিউএফপি’র।

প্রসঙ্গত, গত বছর প্রেসিডেন্ট জোভেনেইল মোইসকে হত্যার পর দেশটিতে বেড়েছে সংঘাত। অথচ, পরিস্থিতি মোকাবেলায় সক্রিয় মাত্র ১২ হাজার ৮০০ পুলিশ সদস্য।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply