জ্বালানি সংকটে জরুরি অবস্থা হাঙ্গেরিতে

|

জ্বালানি ইস্যুতে জরুরি অবস্থা জারি করা হয়েছে হাঙ্গেরিতে। হাঙ্গেরি টুডের খবরে বলা হয়েছে, ইউরোপজুড়ে জ্বালানি সরবরাহে সংকট এবং জ্বালানির আকাশছোঁয়া দামের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে ইউরোপজুড়ে জ্বালানি সংকট তৈরি হয়েছে। যুদ্ধ এবং পশ্চিমা নিষেধাজ্ঞা ইউরোপজুড়ে জ্বালানির দাম কয়েকগুণ বাড়িয়েছে। ফলে অঞ্চলটির একটি বড় অংশ এরই মধ্যেই গ্যাস ও তেল সংকটে পড়েছে।

এ পরিস্থিতিতে আসন্ন শীত মৌসুম নিয়ে দুশ্চিন্তায় রয়েছে হাঙ্গেরি সরকার। কারণ ওই সময় জ্বালানির চাহিদা বাড়বে কয়েকগুণ। তাই সে পরিস্থিতি সামাল দিতে এখন থেকে জ্বালানি ব্যবহারে সতর্ক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ফুয়েল ইমার্জেন্সি বা জরুরি অবস্থার কারণে দেশটিতে বন্ধ থাকবে জ্বালানি রফতানি, পাশাপাশি বাড়ানো হবে পারমাণবিক কেন্দ্রের উৎপাদন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply