ভারতে চীনের মতো ‘দুই সন্তান নীতি’ সমর্থন করবো না: ওয়াইসি

|

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) সভাপতি অ্যাডভোকেট আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, ভারতের কেন্দ্র সরকার যদি দেশে দুই সন্তানের নিয়ম বা নীতি নিয়ে আসে তবে সেই আইন তিনি সমর্থন করবেন না। বৃহস্পতিবার (১৪ জুলাই) তিনি এ কথা বলেছেন। খবর এনডিটিভির।

হায়দ্রাবাদের এমপি ওয়াইসি বলেছেন, চীন যে ভুল করেছে, ভারতের তা করা উচিত নয়। আমি এটাকে (দুই সন্তান আইন) সমর্থন করবো না। কারণ এটি ভারতের স্বার্থে হবে না। মোদি সরকারও এরইমধ্যে দুই সন্তানের জন্য তাদের কোনো পরিকল্পনা যে ছিল না সেটি জানিয়েছে।

জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে দুই সন্তান নীতিকে বাধ্যতামূলক করে আইন করলে তিনি সমর্থন করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে এসব কথা বলেছেন ওয়াইসি।

আরও পড়ুন: বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় থাকতে চান না বিল গেটস

ওয়াইসি বলেন, ভারতে মোট উর্বরতার হার (টিএফআর) হ্রাস পাচ্ছে। ২০৩০ সালের মধ্যে দেশটির জনসংখ্যা স্থিতিশীল হবে বলেও জানান তিনি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply