বেনাপোল চেকপোস্টে ভ্রমণ কর জালিয়াতি, আটক ১

|

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে শতাধিক পাসপোর্ট-যাত্রীর ভ্রমণ কর জালিয়াতির ঘটনায় পোর্ট থানা পুলিশ এক যুবককে আটক করেছে। শুক্রবার (১৫ জুলাই) ভোরে আটক জসিম উদ্দীন (৪২) গ্রীন লাইন পরিবহনের বেনাপোল চেকপোস্ট কাউন্টারের ম্যানেজার এবং স্থানীয় বড় আচড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত আর‌ও ৯ জন পলাতক রয়েছে বলে জানিয়েছে পোর্ট থানা পুলিশ।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, গতকাল বিকেলে ভ্রমণ করের জাল রশিদসহ ৪ জনকে শনাক্ত করেন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন। তবে ওই চার যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে নাজমুল হোসেন রাতেই ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন বেনাপোল পোর্ট থানায়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন বেনাপোল কাস্টম হাউসের জয়েন্ট কমিশনার আব্দুর রশীদ মিয়া।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া জানান, কাস্টমসের করা মামলায় জসিম উদ্দীনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তরা এখনও পলাতক। তাদের আটকের জন্য পুলিশি অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply