অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

|

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণকারী রণিল বিক্রমাসিংহে। ছবি: সংগৃহীত।

শ্রীলঙ্কার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি। খবর ডেইলি সাবার।

শুক্রবার (১৫ জুলাই) তাকে শপথ বাক্য পাঠ করান দেশটির প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়া। শপথ নেয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ কমিটি গঠন করেছেন নতুন প্রেসিডেন্ট। তবে রনিল বিক্রমাসিংহের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা।

বিক্ষোভকারী জনতা এই পদে রনিল বিক্রমাসিংহেকে মেনে নেবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। কারণ গোতাবায়ার সাথে প্রধানমন্ত্রী রনিলেরও পদত্যাগ দাবি করেছিলেন তারা। তবে আগামী সপ্তাহে সংবিধান অনুযায়ী নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন পার্লামেন্টের স্পিকার।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সংসদীয় স্পিকার মাহিন্দা ইয়াপা। আগামী সাত দিনের মধ্যে শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নিয়োগ করা হবে বলেও জানান স্পিকার। শুক্রবার সকালে আসে এমন ঘোষণা। খবর এনডিটিভির।

স্পিকার বলেছেন, এই সপ্তাহের শুরুতে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ গৃহীত হয়েছে। সিঙ্গাপুর থেকেই ইমেইল বার্তায় বৃহস্পতিবারই আইনত পদত্যাগ করেছেন গোতাবায়া।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের চেয়ারে বসতে সাধারণ মানুষের লাইন

‌গোতাবায়ার পদত্যাগের খবরে আনন্দ-উল্লাসে মেতে ওঠে লঙ্কানরা। কারফিউ উপেক্ষা করেই রাতভর রাজধানী কলম্বো এবং আশপাশের শহরগুলোয় চলে উদযাপন। এ সময় রাজাপাকসে পরিবারবিরোধী শ্লোগান দেয়ার পাশাপাশি নাচে-গানে পুরো পরিবেশ মাতিয়ে রাখেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, এটা জনতার সাফল্য।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply