স্টাফ রিপোর্টার, নেত্রকোণা:
নেত্রকোণার পূর্বধলা ধলাই নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া তরুণ প্রিতম মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত প্রিতম বিশকাকুনী পূর্বপাড়া গ্রামের মো. জলিল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত ১১টার দিকে কিশোরগঞ্জের ডুবরিদল তার লাশ উদ্ধার করে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুর একটার দিকে প্রিতম তার ভগ্নিপতি হালিম মিয়াকে (২৫) নিয়ে ধলাই নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে বিকেল পাঁচটার দিকে সাঁতার কেটে নদী পার হয়ে বাড়িতে যাওয়ার সময় মাঝ নদীতে ডুবে যান প্রিতম। পরে তাকে উদ্ধার করতে গিয়ে হালিমও ডুবতে থাকেন। এ সময় স্থানীয়রা হালিমকে উদ্ধার করতে পারলেও প্রিতমের খোঁজ পাওয়া যায়নি। পরে তাকে উদ্ধার করতে কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়। ডুবরিরা রাত ১১টার দিকে প্রিতমের লাশ উদ্ধার করে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এসজেড/
Leave a reply