পাকিস্তানকে বাংলাদেশের কাছ থেকে শিখতে বললেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নাম উল্লেখ না করে পাকিস্তানকে কট্টরপন্থীদের দেশ উল্লেখ করে এ কথা বলেন তিনি।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৫ জুলাই) কলকাতায় যুদ্ধ জাহাজের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের এ মন্ত্রী বলেন, যে দেশ ধর্মান্ধতা আর কট্টরপন্থীদের কারণে অশান্তিতে আছে তাদের বাংলাদেশ থেকে শেখা উচিত। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ব্যপক উন্নতি করেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, প্রতিবেশি অনেক দেশ থেকেই এগিয়ে গেছে বাংলাদেশ।
ভারতের কেন্দ্রীয় এ মন্ত্রী আরও বলেন, যেকোনো বিষয়েই ভারত বাংলাদেশের পাশে রয়েছে। বাংলাদেশ যেভাবে উন্নতির দিকে অগ্রসর হয়েছে তাতে প্রতিবেশী দেশ হিসেবে ভারত খুব খুশি। বাংলাদেশ সরকার কট্টরপন্থীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। নারী ক্ষমতায়ন, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। যারা ধর্মান্ধতা আর কট্টরপন্থীদের কারণে অশান্তিতে আছে ভারতের জন্য সমস্যা তৈরি করছে তাদের বাংলাদেশের কাছে শেখা উচিত।
/এডব্লিউ
Leave a reply