যশোরে স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা

|

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন পুলিশ সদস্যরা।

স্টাফ করেসপনডেন্ট, যশোর:

যশোরের অভয়নগরের চাপাতলায় কথা কাটাকাটির জেরে স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছেন জহিরুল ইসলাম বাবু নামে এক ব্যক্তি।

শুক্রবার (১৫ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার জগন্নাথপুরে জহিরের নিজের বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। নিহতরা হলেন জহিরুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথী (৩০), মেয়ে সুমাইয়া (৯) ও সাফিয়া (২)।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের পর জহির তার স্ত্রীর ও সন্তানদের অভয়নগর উপজেলার
সিদ্ধিপাশা গ্রামের শ্বশুরবাড়ি থেকে নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে অভয়নগর উপজেলার চাপাতলায় স্ত্রীর সাথে কথা কাটাকাটির জেরে জহির তার স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা
করেন। এরপর তাদের লাশ রাস্তার পাশে ফেলে বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে অসংলগ্ন আচরণ করায় পরিবারের সদস্যরা তার স্ত্রী-সন্তানের কথা জানতে চাইলে তিনি হত্যার বিষয়টি স্বীকার করেন।

পরে জহিরের পরিবারের সদস্যরা বসুন্দিয়া পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ গিয়ে জহিরকে আটক করে।

পুলিশ আরও জানিয়েছে, এরপর অভয়নগর থানা পুলিশ চাপাতলা গ্রামের রাস্তার পাশের একটি বাগান থেকে তিনজনের লাশ উদ্ধার করে।

নিহতদের বিথীর বাবার বাড়ির স্বজনরা জানান, জহির একজন মাদকাসক্ত। সে ঘরজামাই হিসেবে বসবাস করতো। তার দাবি-দাওয়া দরিদ্র শ্বশুর পূরণ করতে পারতেন না। যে কারণে প্রায়ই পারিবারিকল কলহ হতো। শুক্রবারও ঝগড়া করে সে স্ত্রী-সন্তানদের নিয়ে বের হয়। এরপর তারা জহিরের বাবার থেকে এ হত্যাকাণ্ডের সংবাদ পান।

এদিকে, নৃশংস এ হত্যাকাণ্ডের ন্যায় বিচার দাবি করেছেন চাপাতলা গ্রামবাসী।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply