টাঙ্গাইলে বাস চাপায় শিশুসহ নিহত ৩, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

|

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মির্জাপুর উপজেলার বাশতৈল এলাকার মাসুদ মিয়ার স্ত্রী পারভীন বেগম (৩৫), ছেলে সুমন (১০) ও মেয়ে সাদিয়া (৮)।

পুলিশ জানায়, নিহতরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই শিশু সাদিয়া নিহত হয়। আহত অবস্থায় মা ও ছেলেকে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করে।

সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নবীন বলেন, পারভীন বেগম ও সুমনকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে। নিহত পারভীন ও সুমনের মৃতদেহ হাসপাতাল মর্গে রয়েছে এবং নিহত সাদিয়ার মৃতদেহ এখনও ঘটনাস্থলে রয়েছে।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, সড়ক দুর্ঘটর পরপরই স্থানীয়রা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যাতে অবরোধ করেন। স্থানীয়দের সাথে আলোচনা করে সড়ক অবরোধ তুলে দেয়া হয়েছে। খুব দ্রুতই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply