করোনা ভ্যাকসিন না নেয়া খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করতে দ্বিতীয়বার ভাববেন চেলসি মাস্টারমাইন্ড টমাস টুখেল। এনগোলো কান্তে ও রুবেন লফটাস-চিক এখনও কোভিড ভ্যাকসিন নেননি বলে প্রাক-মৌসুমে যুক্তরাষ্ট্র সফরে বোরহাম উডের সাথে ম্যাচে দুই খেলোয়াড়কে নিয়ে সফর করতে পারেননি টুখেল। সেই পরিস্থিতিতেই এমন কথা জানান চেলসি কোচ। খবর স্পোর্টস বাইবেলের।
সম্প্রতি আবারও বেড়েছে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা। প্রিমিয়ার লিগকে সামনে রেখে খেলোয়াড়দের ভ্যাকসিন দেবার বিষয়টি আবারও সামনে চলে এসেছে। লিগের প্রায় সব ক্লাবই ভুগছে একই সমস্যায়। আর সে কারণেই ট্রান্সফার মার্কেটে ভ্যাকসিন নেয়া খেলোয়াড়দের বেশি প্রাধান্য দিচ্ছেন টুখেল। তবে এনগোলো কন্তে ও রুবেন লফটাস-চিকের ভ্যাকসিন নেয়ার বিষয়টি ব্যক্তিগত সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন এই কোচ।
টমাস টুখেল বলেন, ভ্যাকসিনের ব্যাপারে কাউকে জোর করার কিছু নেই। তবে ভ্যাকসিন দিয়ে ফেলাটাই এখন স্বাভাবিক প্রক্রিয়া। দুই খেলোয়াড়ই নিজেদের বুক্তিগত সিদ্ধান্ত নিয়েছে। আমাদের তাই নিয়ম মানতে হবে। তারা আমাদের সাথে সফর করতে পারছে না। অবশ্যই আমরা এরকম পরিস্থিতি পছন্দ করতে পারছি না। তারা দলের সাথে থাকলে ভালো হতো। কিন্তু এরকম পরিস্থিতিতে সমাধানের ব্যাপারই ভাবতে হবে।
আরও পড়ুন: আর্থিক সমস্যায় জর্জরিত বার্সা কীভাবে ৫০ মিলিয়ন ইউরোতে লেভাকে কিনছে?
/এম ই
Leave a reply