হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সাহাপাড়া পরিদর্শনে জাফরুল্লাহ চৌধুরী

|

দিঘলিয়া সাহাপাড়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় ফেসবুকে দেয়া এক পোস্টকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ তুলে সেখানকার হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়ি, দোকান ও মন্দিরে হামলা, ভাঙচুর ও বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্থ দিঘলিয়া সাহাপাড়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

রোববার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে তিনি নড়াইল লোহাগাড়া উপজেলায় দিঘলিয়া সাহাপাড়ায় ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

স্থানীয়ভাবে জানা গেছে, আকাশ সাহা নামের একটি ফেসবুক আইডি থেকে হজরত মোহাম্মদ (সাঃ) কে অসম্মান করে একটি পোষ্ট দেয়া হয়। এমন পোষ্ট দেখার পরে আশপাশের কয়েকটি গ্রামের লোকেরা উত্তেজিত হয়ে পড়ে। শুক্রবার (১৫ জুলাই) জুম্মার নামাজের পরে স্থানীয়রা আকাশের বাবা অশোক সাহার মুদি দোকানে গিয়ে ছেলের খোঁজ করে। তাকে না পেয়ে দোকানে ভাঙচুর চালায়। এ সময় বাজারের অন্যান্য দোকানপাট বন্ধ করে দেয়া হয়। বিকেলের পর আকাশের বাড়ি সাহাপাড়ায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে তারা সাহাপাড়ার মন্দিরের ভিতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। বিক্ষুদ্ধ লোকজন সন্ধ্যার পর সাহাপাড়ার গোবিন্দ সাহা, তরুণ সাহা, দিলীপ সাহা, পলাশ সাহাসহ ৫-৬টি বাড়ি ভাঙচুর করেন এবং গোবিন্দ সাহার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে দুই রুমবিশিষ্ট টিনের ঘর পুড়ে গেছে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরে ৭ রাউন্ড ফাঁকা গুলি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাব মোতায়েন রয়েছে।

আরও পড়ুন: বোঝার চেষ্টা করছি, আর কতো দিক থেকে আক্রমণ হতে পারে: মাশরাফী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply