নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় ২৫০ জনের নামে মামলা, গ্রেফতার ৩

|

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় মহানবীকে (সাঃ) নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২৫০ জনের নামে মামলা করা হয়েছে। এছাড়া ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এর আগে, নড়াইলে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার হওয়া কলেজছাত্রের রিমান্ড মঞ্জুর করেন আদালত। লোহাগড়া আমলি আদালতে হাজির করে পুলিশ অভিযুক্তের ৭ দিনের রিমান্ড চাইলে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রোববার (১৭ জুলাই) শুনানি শেষে বিচারক মোহম্মদ মোরশেদুল আলমের আদালতে তার রিমান্ড মঞ্জুর হয়। গত রাতে তাকে খুলনা থেকে গ্রেফতার করা হয়।

স্থানীয়সূত্রে জানা গেছে, আকাশ সাহা নামের একটি ফেসবুক আইডি থেকে হজরত মোহাম্মদ (সাঃ) কে অসম্মান করে একটি পোষ্ট দেয়া হয়। এমন পোষ্ট দেখার পরে আশপাশের কয়েকটি গ্রামের লোকেরা উত্তেজিত হয়ে পড়ে। শুক্রবার (১৫ জুলাই) জুম্মার নামাজের পরে স্থানীয়রা আকাশের বাবা অশোক সাহার মুদি দোকানে গিয়ে ছেলের খোঁজ করে। তাকে না পেয়ে দোকানে ভাঙচুর চালায়। এ সময় বাজারের অন্যান্য দোকানপাট বন্ধ করে দেয়া হয়। বিকেলের পর আকাশের বাড়ি সাহাপাড়ায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে তারা সাহাপাড়ার মন্দিরের ভিতরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। বিক্ষুদ্ধ লোকজন সন্ধ্যার পর সাহাপাড়ার গোবিন্দ সাহা, তরুণ সাহা, দিলীপ সাহা, পলাশ সাহাসহ ৫-৬টি বাড়ি ভাঙচুর করেন এবং গোবিন্দ সাহার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনে দুই রুমবিশিষ্ট টিনের ঘর পুড়ে গেছে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরে ৭ রাউন্ড ফাঁকা গুলি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাব মোতায়েন রয়েছে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply