ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ আজ

|

ছবি: সংগৃহীত।

ভারতের ১৫তম প্রেসিডেন্ট নির্বাচনে সোমবার (১৮ জুলাই) হবে ভোটগ্রহণ। এ দিন ভারতীয় পার্লামেন্টের ৪ হাজার ৮০০ জন সংসদ সদস্য ও বিধায়ক ভোট দেবেন। প্রেসিডেন্ট নির্বাচনের দৌঁড়ে এবার বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আদিবাসী নারী দ্রৌপদী মুর্মু এবং বিরোধী শিবিরের পক্ষ থেকে আছেন যশবন্ত সিন্‌হা। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

নির্বাচনী প্রচারণায় বেশি সরব যশবন্ত। গোটা ভারতজুড়েই প্রচারণা চালিয়েছেন তিনি। সেই তুলনায় কিছুটা ধীর গতিতে প্রচারণা চালিয়েছেন মুর্মু। তবে বিজেপির দাবি, এই নির্বাচনে অন্তত ৬২ শতাংশ বেশি ভোট পেয়ে দেশের প্রথম আদিবাসী নারী প্রেসিডেন্ট হতে চলেছেন মুর্মু।

গত প্রেসিডেন্ট নির্বাচনে রামনাথ কোবিন্দ ৬৫.৬৫ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন। এবার ১০ লাখ ৮৬ হাজার ৪৩১ ভোটের মধ্যে দ্রৌপদী মুর্মু ৬.৬৭ লাখের বেশি ভোট পাবেন বলে বিজেপির আশা। কারণ বিজেপি তথা এনডিএ-র বাইরেও বিজেডি, ওয়াইএসআর কংগ্রেস, বিএসপি, তেলুগু দেশম, জেডিএস, অকালি দল, শিবসেনা, জেএমএম মুর্মুকে সমর্থন করছেন। এর বাইরে অন্য দলের অনেকে মুর্মুকে ভোট দিতে পারেন বলে ধারণা বিজেপির।

এদিকে, নির্বাচনের দিনও প্রেসিডেন্ট প্রার্থী যশবন্ত সব দলের কাছে ভোট চেয়েছেন। বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচন কোনো ব্যক্তির লড়াই নয়। মতাদর্শের লড়াই। তিনি দেশের গণতন্ত্র রক্ষার পক্ষে লড়ছেন। বিপরীত দিকে মুর্মুকে যারা প্রার্থী করেছেন, তারা রোজ গণতন্ত্রের উপর হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, ভারতের বর্তমান প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ জুলাই। সোমবার ভোট দেবেন সংসদ সদস্য এবং বিধায়করা। ভোট গণনা হবে আগামী ২১ জুলাই এবং নির্বাচিত নতুন প্রেসিডেন্ট শপথ নেবেন ২৫ জুলাই।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply