শ্রীলঙ্কায় চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার প্রভাবে স্থগিত হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগ। কিছুদিন আগেই অনুষ্ঠিত হয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের ড্রাফট।
১ আগস্ট থেকে এলপিএল মাঠে গড়ানোর প্রস্তুতি চলছিল জোরেশোরেই। তবে টুর্নামেন্টের স্বত্ব পাওয়া প্রতিষ্ঠানের অনুরোধে আসর স্থগিতের বিবৃতি দেয় শ্রীলঙ্কা ক্রিকেট। এলপিএলের তৃতীয় আসর স্থগিত হওয়ায় দেশটির ক্রিকেটের পাশাপাশি দর্শকদের জন্যও বড় ধরনের ধাক্কা। চলমান পাকিস্তান-শ্রীলংঙ্কা সিরিজের পর দ্বীপ দেশটিতে দেখা যাবে না বড় ধরনের ক্রিকেট।
/এমএন
Leave a reply