ঈদের পর পাবনা-ঈশ্বরদী রুটে ট্রেন চলাচলের আশ্বাস

|

পাবনা প্রতিনিধি

প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার অনুমোদন পেলে আগামী ঈদুল ফিতর এর পরে পাবনা-ঈশ্বরদী ট্রেন চলাচল শুরু হবে বলে আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। তিনি নেতাকর্মী ও স্থানীয় জনগনকে সাথে নিয়ে রেল লাইন এলাকা ঘুরে দেখেন।
গতকাল বুধবার দুপুরে ঈশ্বরদী মাঝগ্রাম থেকে পাবনা স্টেশন পযর্ন্ত দ্বিতীয়বারের মত পরীক্ষামূলক ট্রেন পরিদর্শনের পর ট্রেনের উর্ব্ধতন কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস দেন।

এর আগে বুধবার সকালে পাবনার পাকশী পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের একটি পরীক্ষামূলক ট্রেন রেলপথ মন্ত্রণালয় এর একটি প্রতিনিধিদল নিয়ে পাকশী থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে আসে। কোন ধরণের প্রতিবন্ধকতা ছাড়াই বেলা ১২ টার দিকে পাবনা স্টেশনে পৌঁছায়। পরীক্ষামূলক এ ট্রেনের যাত্রা পর্যবেক্ষণ শেষে পর্যবেক্ষক দল সন্তোষ প্রকাশ করেছেন। এসময় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, রেলপথ মন্ত্রণালয় এর সরকারী পরিদর্শক খোন্দকার শহিদুল ইসলাম, পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের ডি আর এম অসীম কুমার তালুকদার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু ইসহাক শামীমসহ রেলবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply