‘অফিস সময় কমবে নাকি হোম অফিস, চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী’

|

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ফাইল ছবি।

বিদ্যুৎ সাশ্রয়ে অফিসের সময় কমিয়ে সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত করা হতে পারে নাকি হোম অফিস করতে হবে; এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে দ্রুতই সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার (১৮ জুলাই) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা জানান। বলেন, অফিসে বিদ্যুৎ কম ব্যবহার করার বিষয়টিও পরিকল্পনা করা হচ্ছে। সরকারি কর্মকর্তারা যাতে গাড়ি ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হয় সে বিষয়ে নজর রাখা হবে। সরকারি অফিসে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply