রাশিয়ার ওপর চাপ বাড়াতে আজারবাইজান থেকে গ্যাস কিনতে যাচ্ছে ইউরোপ

|

চুক্তি বাস্তবায়নে আজারবাইজান সফরে যাচ্ছেন ইউরোপিয়ান কমিশন প্রধান।

রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে আজারবাইজান থেকে গ্যাস কিনতে চায় ইউরোপ। রোববার (১৭ জুলাই) এই তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার কাছ থেকে গ্যাস কেনা বন্ধ করে তাদের ওপর চাপ বাড়ানোই তাদের উদ্দেশ্য।

রয়টার্সের এক খবরে বলা হচ্ছে, এরই মধ্যে চুক্তি বাস্তবায়নে আজারবাইজান সফরে যাচ্ছেন ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন দের লিয়েন। স্থানীয় সময় সোমবার রাজধানী বাকুতে পৌঁছানোর কথা রয়েছে তার।

সম্প্রতি ইউক্রেনে রুশ অভিযানকে কেন্দ্র করে মস্কোর ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা জোটগুলো। এরই মধ্যে রাশিয়া থেকে গ্যাস কেনা বন্ধের কথাও জানিয়েছে ইইউ। এমনকি জ্বালানি তেল কেনাও অর্ধেকে নামিয়ে আনতে চায় ইউরোপের জোটটি। তারপরও কোনোভাবেই রাশিয়াকে দমাতে পারছে না পশ্চিমা শক্তি। গেলো ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ভারত ও চীনের কাছে সবচেয়ে বেশি জ্বালানি বিক্রি করেছে পুতিন সরকার।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply