আগামী সপ্তাহে দিনে এক ঘণ্টা লোডশেডিং, পরিস্থিতি সাপেক্ষে হতে পারে দুই ঘণ্টা

|

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি।

জ্বালানি সংকট কাটাতে ও বিদ্যুৎ সাশ্রয়ে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে এক সপ্তাহ এলাকাভিত্তিক লোড শেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রাথমিকভাবে এক ঘণ্টা করে দেয়া হবে লোডশেডিং। তবে পরিস্থিতি সামলাতে না পারলে এই সময় বৃদ্ধি করে দুই ঘণ্টা করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

সোমবার (১৮ জুলাই) সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

জ্বালানি তেলের লোকসান কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সোমবার (১৮ জুলাই) থেকে বন্ধ রাখা হবে। সরকারি-বেসরকারি অফিসের সময় কমিয়ে ভার্চুয়ালি করা ও অফিসের সময় কমানো যায় কি না, সে বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply