সরকার চোখে সর্ষে ফুল দেখছে: মির্জা ফখরুল

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

বর্তমান পরিস্থিতিতে সরকার চোখে সর্ষে ফুল দেখছে। জনগণ ফুঁসে উঠছে এবং সরকারের পতন তরান্বিত হবে; এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার (১৯ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বলেছেন, দুর্নীতি ও অযোগ্যতার কারণেই বিদ্যুতের সঙ্কট। যার প্রভাব পড়বে গোটা অর্থনীতিতে। দেশ শ্রীলঙ্কার পথে হাঁটছে। এ সময় আবারও সরকারের পদত্যাগ দাবি করেন মির্জা ফখরুল।

চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, সরকারের দুর্নীতি, পরিকল্পনার অভাব এবং অযোগ্যতার কারণেই লোডশেডিং ও জনভোগান্তি। এই সংকটের প্রভাব পড়বে দেশের সামগ্রীক অর্থনীতিতে। শ্রীলঙ্কায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তারই শুরু বলেও মনে করছেন মির্জা ফখরুল।

দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিরুদ্ধে জনরোষকে ভিন্নদিকে নিতে পরিকল্পিতভাবে নড়াইলে সাম্প্রদায়িক হামলা বলে দাবি করেছে বিএনপির স্থায়ী কমিটি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply