সংস্কারকালে ক্ষতিগ্রস্ত ইরানের ৪০০ বছরের শাহ মসজিদ

|

ছবি: সংগৃহীত।

ইরানে সংস্কারকালে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০০ বছরের পুরানো শাহ মসজিদ। সোমবার (১৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ। সংস্কার করার সময় একটি গম্বুজের কিছু অংশ ভেঙে গেছে বলে জানানো হয়েছে। খবর বিবিসির।

এরই মধ্যে ক্ষতির বিষয়টি তদারকি করছেন দেশটির প্রত্নতত্ত্ববিদরা। মসজিদটি সংরক্ষণ কাজে দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, ১৭৭ ফুট উচ্চতার একটি গম্বুজে এই ক্ষয়ক্ষতি হয়েছে। টাইলস পরিবর্তনের মাধ্যমে দ্রুত সংস্কার করা হবে বলেও জানান তারা।

এর আগে গম্বুজের ওপর ফুলের নকশা করা টাইলসে অসামঞ্জস্যতা দেখতে পাওয়া যায়। স্থানীয় গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। ১৭’শ শতকে সাফাভি রাজবংশের রাজত্বকালে ইসফাহান শহরে নির্মিত হয় ঐতিহাসিক এই নিদর্শনটি। শাহ মসজিদটি দেশটির সবচেয়ে সুন্দর মসজিদ হিসেবে গণ্য করা হয়। ১৯৭৯ সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে মসজিদটিকে তালিকাভুক্ত করে ইউনেস্কো।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply