সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের বাইরে স্পেনের দাবানল

|

ছবি: সংগৃহীত।

সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে স্পেনের দাবানল। পুড়ে ছাই হচ্ছে হাজার হাজার হেক্টর বনভূমি। আগুন ছড়িয়েছে আবাসিক এলাকাতেও। নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের। সংবাদ সংস্থা এপির একটি প্রতিবেদন বলছে, আগুন নিয়ন্ত্রণে দেড় হাজারের বেশি কর্মী কাজ করলেও আগুনের ভয়ঙ্কর রুপের কাছে অসহায় ফায়ারফাইটাররা। ফলে পুড়ে যাচ্ছে পর্তুগাল, ফ্রান্সসহ ইউরোপের পশ্চিমাঞ্চল। এর মধ্যে রেকর্ড তামপাত্রা দেখছে ব্রিটেন, বেলজিয়াম, জার্মানিসহ অঞ্চলটির বিভিন্ন দেশ।

স্পেনে এখনও অন্তত ৩০ জায়গায় জ্বলছে আগুন। পুড়ছে মাইলের পর মাইল এলাকা। গত কয়েক দিনে দানবীয় লেলিহান শিখা গ্রাস করে নিয়েছে ৭০ হাজার হেক্টর বনভূমি। দাবানল ছড়িয়ে পড়ছে আবাসিক এলাকাতেও। সরিয়ে নেয়া হয়েছে অন্তত ৩০ হাজার মানুষকে।

এ নিয়ে ফায়ারফাইটার পেদ্রো জোস ভারা বলেন, প্রতি মুহূর্তেই বাতাসের গতিবেগের পরিবর্তন হচ্ছে। সবার মাঝেই আতঙ্ক কাজ করছে। আমার বাড়িঘরও পুড়ে গেছে। পরিবারের থাকার মতো কোনো ব্যবস্থা নেই। আবাসিক এলাকায় যেভাবে ছড়াচ্ছে তা সত্যিই উদ্বেগের।

এখন আগুনের সামনে অসহায়ের মতো তাকিয়ে দেখা ছাড়া যেন আর কিছুই মূলত করার নেই ফায়ারফাইটারদের। তবুও বিমানের মাধ্যমে রাসায়নিক ছিটিয়ে নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আগুন নেভাতে কাজ করছে দেড় হাজারের বেশি কর্মী।

এদিকে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে ইউরোপের পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি দেশ। আগুন জ্বলছে পর্তুগাল ও ফ্রান্সের বিস্তীর্ণ এলাকায়। ফ্রান্সে ১২ জুলাই থেকে পুড়ে ছাই হয়ে গেছে ১৭ হাজার হেক্টর বনভূমি। এরমধ্যে রেকর্ড তামপাত্রায় দগ্ধ হচ্ছে ব্রিটেন, জার্মানিসহ শীতপ্রধান ইউরোপের বেশিরভাগ দেশ। বেলজিয়াম ও জার্মানিতে তাপমাত্রার পারদ ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply